লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বিকাল থেকে অস্বাভাবিক জোয়ারের পানিতে রামগতি ও কমলনগর উপজেলায় ২টি বেড়িবাধঁ ভেঙ্গে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

ক্ষতিগ্রস্থ হয়েছে রামগতি উপজেলার চর গোসাই, চর রমিজ, উছখালি, বড়খেড়ী, রামদয়াল, বিবিরহাট, গাবতলী, ৪নম্বর আলেকজান্ডার, ওয়াবদা বাজার, উত্তর চর, বালুর চর, ঠুয়ারচর ও কমলনগর উপজেলার লুদুয়া, খায়েরহাট, মাতাব্বর হাট, নাছিরগঞ্জসহ মোট ২০টি গ্রাম। নদীতে মাছ ধরাসহ সকল ধরনের নৌ-যান চলাচল নিষিদ্ধ ঘোষনা করেছে প্রশাসন।

জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ জানান, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৯ টি সাইক্লোন সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠান। হয়েছে ৬৬টি মেডিকেল টিম।

দুর্যোগ মুহুর্তে ক্ষতিগ্রস্থ এলাকার লোকজনদের জন্য ২৭৯ মেট্রিক টন চাল, নগদ ২৪ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ৯ লাখ ও গো খাদ্যের জন্য ১৩ লাখ টাকা মজুদ হয়েছে।

(এস/এসপি/মে ২৬, ২০২১)