বগুড়া প্রতিনধি : প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় তার ওপর হামলা, দীর্ঘ ৬ ঘন্টা হেনস্তা এবং মিথ্যা মামলার প্রতিবাদে বগুড়ার শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ মে) সকাল এগারটায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন এবং সঞ্চালনা করেন পূজা প্রামাণিক।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য রাঁধা রানি বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল বর্মন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রনেতা রায়হান রাহেল। সংহতি বক্তব্য রাখেন শাপলা খন্দকার শোমা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম গত কয়েক মাস ধরেই স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সাহসী রিপোর্ট করে যাচ্ছিলেন। তাঁর অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমেই দেশবাসীর সামনে এই করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র উন্মোচিত হয়। সোমবার (১৭ মে) তাকে মন্ত্রণালয়ের একটি ফাইল চুরির মিথ্যা অভিযোগে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে নাটকীয়ভাবে পরে পুলিশের কাছে তুলে দেয়া হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে রোজিনা ইসলামের নামে অভিযোগ দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য খাতে অনিয়ম - দুর্নীতির মুখোশ সকলের সামনে উন্মোচিত করায় রোজিনা ইসলামকে সরকারের আক্রোশের মুখে পরতে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র সকলের সামনে উন্মোচন করে রোজিনা ইসলাম তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ সংবিধান বিরোধী।

অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। রোজিনা ইসলামকে হেনস্থার সাথে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্টসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। গোপন নথি প্রকাশ্যে আনতে হবে। সেই সাথে স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

(আর/এসপি/মে ১৮, ২০২১)