মঙ্গলের বুকে চীনা মহাকাশযানের সফল অবতরণ
বিজ্ঞান ডেস্ক : বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছে চীন। শনিবার সকালে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ঝুরং নামের ছয় চাকার রোবটটি একটি সুরক্ষা ক্যাপসুল, একটি প্যারাসুট ও একটি রকেট প্ল্যাটফর্ম ব্যবহার করে সফলভাবে মঙ্গলের বুকে অবতরণ করে। এটি মঙ্গলের উত্তর গোলার্ধে অনুসন্ধান চালাবে।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র মঙ্গলে মহাকাশযান পাঠাতে পেরেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুসারে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটে লাল গ্রহটির বুকে অবতরণ করে ঝুরং। এরপর সোলার প্যানেলগুলো খুলে পৃথিবীতে সংকেত পাঠাতে প্রায় ১৭ মিনিট সময় নেয় রোবটটি।
চীনা শব্দ ঝুরং অর্থ আগুন দেবতা। রোবটটি মঙ্গলে নামার পর থেকেই ‘ইউটোপিয়া প্লানিশিয়া’ এলাকায় অনুসন্ধান চালাচ্ছে এবং উচ্চ রেজ্যুলেশনের ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে।
পৃথিবী থেকে মঙ্গলের বর্তমান দূরত্ব ৩২ কোটি কিলোমিটার। ফলে চীনা রোবটের পাঠানো প্রতিটি রেডিওবার্তা পৃথিবীতে পৌঁছাতে অন্তত ১৮ মিনিট সময় লাগছে।
(ওএস/এসপি/মে ১৫, ২০২১)