প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেল তাহিরপুরে ২২৪১ পরিবার
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে সুনামগঞ্জের তাহিরপুরে নগদ অর্থ সহায়তা পেল সুবিধা বঞ্চিত ২২৪১ পরিবার।
বুধবার দুপুনে উপজেলার উওর বড়দল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপকারভোগী পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় জিআর ক্যাশ ১০ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা ওই ইউনিয়নে বরাদ্দ দেয়া হয।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মা সিংহ উপকারভোগী পরিবারের প্রত্যেক সদস্যের হাতে অর্থ সহায়তা তুলে দেন।
অর্থ সহায়তা প্রদান কালে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।
(এইচ/এসপি/মে ১২, ২০২১)