আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে অতি দরিদ্র ও দুঃস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তার নগদ অর্থ বিতরণ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ২নং বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে ওই ইউনিয়নের অতিদরিদ্র ও অসহায় দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৪৫০টাকা করে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে অর্থ তিররণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সূত্র মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দের ৫৫৫জন ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ ভিজিএফ বরাদ্দের ৭২৩জনসহ মোট ১২৭৮জন অসহায় ও দুঃস্থরা নগদ ৪৫০টাকা করে অর্থ সহায়তা পাবেন।
উপজেলায় সর্বমোট ৭হাজার ২শ ৫০ দুঃস্থ পরিবার এই আর্থিক সহায়তা পেয়েছেন।

(টিবি/এসপি/মে ১১, ২০২১)