রাঙ্গামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি ইউনিয়নের রামহরি পাড়ায় শান্তি কুমার চাকমা নামে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীবন চাকমা জানান, শনিবার গভীর রাতে কে বা কারা শান্তি কুমার চাকমাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলি করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি বলে জানান তিনি।
এ বিষয়ে নানিয়ারচর থানার এসআই মো. আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
(ওএস/এইচআর/আগস্ট ৩১, ২০১৪)