কালকিনিতে স্বামীর হাতে স্ত্রী খুন
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে সোমবার দুপুরে নেশাখোর স্বামী রিপন রাঢ়ীর হাতে মাসুদা বেগম (২৫) নামের এক গর্ভবতী স্ত্রী খুন হয়েছে।
পারিবারিক, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পৌর এলাকার পাতাবালি গ্রামের রিপন রাঢ়ী তার স্ত্রী মাসুদা বেগমের কাছ থেকে ঋণ করে আনা টাকা নেশা করার জন্য চায়। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় রিপন গর্ভবতী স্ত্রী মাসুদা বেগমকে লাথি ও কিল-ঘুষি দিয়ে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরই স্বামীসহ শশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এএস/এপ্রিল ২১, ২০১৪)