মাগুরা প্রতিনিধি : সদর উপজেলার বিভিন্ন পুকুরে শনিবার মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য বিভাগ।

শহরের জেলা পরিষদ পুকুর, ভুমি অফিস, সরকারি কলেজ, সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ফারুক, জেলা কৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরুল হাসানসহ প্রমুখ


জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫ হাজার কেজি পোনা অবমুক্ত করা হবে। যা মাছের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভুমিকা রাখবে।

(ডিসি/এএস/আগস্ট ৩০, ২০১৪)