পথচারীদের মাঝে পাংশা থানা পুলিশের ইফতার বিতরণ
আবুল কালাম আজাদ, রাজবাড়ী : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পাংশা মডেল থানা পুলিশ কালিবাড়ি মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে।
রবিবার (২৫ এপ্রিল) বিকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর উদ্দোগে ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে থানা এস আই মোঃহুমায়ুন রেজা, এস আই কাদের, এস আই জহির সহ উপস্থিত ছিলেন পাংশা থানা পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের ইফতার সামগ্রী পৌছে দেওয়ার লক্ষে রাজবাড়ী জেলা পুলিশের উদ্দোগে জেলার ৫টি থানা এলাকায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
(একে/এসপি/এপ্রিল ২৫, ২০২১)