মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজে ডিএনডি প্রজেক্টে কর্মরত অবস্থায় ঢালাই ধসে আশরাফুল আলম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত আশরাফুলের বাড়ি নিলফামারীর জেলার আলমডাঙ্গার জলঢাকা এলাকায় জবান উদ্দিনের ছেলে। এসময় আরও চার শ্রমিক আহত হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে শিমরাইল পাম্প হাউজের প্রধান গেইট নির্মাণের সময় এ ঘটনাটি ঘটে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনীর তত্তাবধানে ডিএনডির স্থায়ী পানি নিষ্কাশনে শিমরাইল পাম্প হাউজ নির্মাণের কাজ চলছে। শনিবার পাম্প হাউজের প্রধান গেইট নির্মাণের সময় গেইটের টপ স্লাভ ঢালাই দেয়ার সাথে সাথে তা ধসে পড়ে। এতে ৪/৫ জন শ্রমিক চাপা পড়ে। সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছে।

সেনা সদস্যরা দ্রুত তাদের উদ্ধার অভিযান শুরু করে। চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান শ্রমিক আশরাফুল আলম। আহত চার শ্রমিক হলো-মিলন মিয়া (২৮), ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন (৩২), জহির হোসেন (২০) ওবাদশা মিয়া (৩৫)। এসময় নিহত শ্রমিকের সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

ডিএনডি প্রজেক্টের দায়িত্বরত সেনাবাহিনীর সূত্র জানায়, শ্রমিকের জীবন তো আর ফিরিয়ে দেয়া যাবে না। তবে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। এবং সবকিছু পরীক্ষা করে ঢালাইয়ের কাজ শুরু করার পরও কেন তা ধসে পড়লো তা তদন্ত শুরু হয়েছে।

এদিকে ঢালাই ধসে শ্রমিক চাপা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলের চারপাশে ভীড় জমায়।

(এস/এসপি/এপ্রিল ২৪, ২০২১)