ফরিদপুরে বালুর ট্রাক জব্দ, চালক আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শহর সংলগ্ন ডিগ্রীচর ইউনিয়নের ধলার মোর ও মদনখালী এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনকারী একটি ট্রাক জব্দ ও ড্রাইভারকে আটক এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ টি ভেকু বিনষ্ট করা হয় ।
জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজার সার্বিক তত্ত্বাবধানে রবিবার ( ১১ এপ্রিল) রাত ৯:৩০ টায় ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় ও মদনখালী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আল-আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন ব্যাটেলিয়ান আনসারের একটি টিম ।
প্রশাসন থেকে জানানো হয় , অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
(ডিসি/এসপি/এপ্রিল ১২, ২০২১)