ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটে জুয়া খেলায় বাধা দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ দুই জন কে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত্রী ৮:৩০মিনিটের দিকে মমিন খার হাটে হাকিম বেপারী ও রেজাইল বেপারীর আড়ৎ এ তাশ খেলায় বাধা দেয় স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান বেপারী ও স্থানীয় যুবক মুরাদ বেপারী সহ কয়েকজন।

এ সময় জুয়ারীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনা স্থলে এসে জুয়া খেলা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর জুয়ারুরা সংঘবদ্ধ হয়ে একজন প্রভাবশালী রাজনীতিবিদদের উপস্থিতিতে তাদের উপর হামলা করে। হামলায় আহতরা রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করে শনিবার ফরিদপুর উন্নত চিকিৎসার জন্য এলে ওই ব্যক্তির ভয়ে কোথাও চিকিৎকা নিতে পারেননি।

এ বিষয়ে চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান মির্জা আজম জানান, হাটের সভাপতি হিসেবে আমি এখানে অসামাজিক ও জুয়া খেলতে দিতে পারি না, তাই খেলা বন্ধ করে দিয়েছি। হামলার ঘটনাটি দুঃখ জনক। এমন হলে সাধারণ মানুষ যাবে কোথায়!

(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২১)