ফরিদপুর প্রতিনিধি : গত ৫ ই এপ্রিল সালথা উপজেলায় সহিংসতার ঘটনায় বিএনপিকে জড়িয়ে যে অপতৎপরতা চালানো হচ্ছে তার প্রতিবাদে  বিএনপির উদ্যোগে শনিবার ফরিদপুর শহরস্থ মাছরাঙ্গা ভবনের ৪র্থ তলায় ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুর নেতৃত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলি ইচ্ছা, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদপুর জেলা বিএনপি , জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ

শ্যামা ওবায়েদ রিংকু তার বক্তব্যে বলেন, গত ৫ এপ্রিল সালথা উপজেলায় যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত। ঐ দিন রাতে প্রশাসনের সাথে কথা বলে যা জানতে পেরেছি কিন্তু মামলায় তার উল্টো চিত্র দেখতে পেলাম। ঘটনার সুষ্ঠু তদন্ত না করে শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে কেবল মাত্র বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। ঐ দিন বিএনপির কোন কর্মসূচি ছিল না । তাই এত লোক একসাথে হওয়াটা ছিল পূর্ব পরিকল্পনার। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং যে সকল সাধারণ মানুষ কে আটক করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং যে সকল বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলার প্রত্যাহার দাবি করছি।

তিনি আরও বলেন, সরকার তথাকথিত লগডাউনের নামে যে তামাসা করছে তার তীব্র নিন্দা জানাই। সরকারের মুজির শতবর্ষ উৎযাপনের আগে মনে ছিল না যে দেশে করোনা আছে। বিদেশি অতিথি চলে যাওয়ার পরে সরকারের করোনার কথা মনে পরেছে।

(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২১)