চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেনের পিতার দাফন সম্পন্ন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের পিতা ইন্তেকাল করেছেন।
শুক্রবার বেলা আনুমানিক ১০.৪৫ মিনিটে কানাইপুরের রামখন্ড গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যু কালে বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যু কালে তিনি দুই স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে ফরিদপুর সদর-৩ আসনের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ এর সম্পাদক প্রবীর সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আঃ সোবহান (সি আই পি), করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া (সি আই পি), বাহাদুরপুরের পীর সাহেব আব্দুল্লাহ্ মোহাম্মাদ হাসান, কানাইপুর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ কবির আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা মোছাঃ ঝর্না হাসান, ড. যশোদা জীবন দেবনাথ (সি আই পি) সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভকাঙ্খীগন শোক প্রকাশ করেছেন।
বাদ আছর রামখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মুরাদ খন্দকার, গ্যাপস বাংলা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম. এহসানুল হক (লেনিন), জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া, হাক্কানী ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম তারেক, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন সকলের কাছে তার পিতার রুহের মাগফেরাত কামনা করেছেন।
(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২১)