কৃষকদের নিয়ে কাস্তে হাতে ধান কাটলেন এমপি
সুনামগঞ্জ প্রতিনিধি : কৃষকদের নিয়ে হাওরে বোরো ধান কাটা উৎসব উদ্ধোধন করলেন সংরক্ষিত আসনের এমপি। শুক্রবার সুনামগঞ্জের জামালগঞ্জে ছনুয়ার হাওরে কাস্থে উপকারভোগী কৃষকদের নিয়ে( ধান কাটার কাঁচি) হাতে ধান কাটা উৎসব উদ্ধোধন করেন সিলেট- সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম।
এ সময় জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, কৃষক বশির মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে জামালগঞ্জের বিভিন্ন হাওরে ২৪ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।
(এইচ/এসপি/এপ্রিল ০৯, ২০২১)