ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের পিতা ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৯ এপ্রিল ) বেলা আনুমানিক ১০.৪৫ মিনিটে কানাইপুরের রামখন্ড গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যু কালে তিনি দুই স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুতে ফরিদপুর সদর-৩ আসনের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামীলীগ সভাপতি সুবোল চন্দ্র সাহা, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আঃ সোবহান (সি আই পি), করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া (সি আই পি), বাহাদুরপুরের পীর সাহেব আব্দুল্লাহ্ মোহাম্মাদ হাসান সহ অন্যান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

(ডিসি/এসপি/এপ্রিল ০৯, ২০২১)