সালথায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা দেখলেন সাবেক এমপি জুয়েল চৌধুরী
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় গুজব রটিয়ে উপজেলা পরিষদ, ভূমি অফিস ও থানায় ধংসলীলার তান্ডবের ক্ষয়ক্ষতি দেখতে আসলেন সাবেক এমপি ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। আজ বৃহস্পতিবার বিকালে তিনি সালথা উপজেলা পরিষদের ক্ষতিগ্রস্থ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
এসময় জুয়েল চৌধুরী বলেন, আওয়ামী লীগের উন্নয়নকে বাধা সৃষ্টির করার জন্য দেশ বিরোধী অপশক্তিরা সালথায় হামলা চালিয়েছে। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওয়াতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য, গত সোমবার রাতে লকডাউনকে ইস্যু করে জনৈক এক আলেমকে আটকের গুজব রটিয়ে উপজেলা পরিষদ, থানা ও উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ৫৮৮ রাউন্ড শট গানের গুলি, ৩২ রাউন্ড গ্যাস গান, ২২ টি সাউন্ড গ্রেনেড এবং ৭৫ রাউন্ড রাইফেলের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
(এন/এসপি/এপ্রিল ০৮, ২০২১)