ফরিদপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ এবং থানা পরিদর্শন
দিলীপ চন্দ, ফরিদপুর : সালথা উপজেলা পরিষদে হেফাজতের হামলাস্থল পরিদর্শন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বুধবার তিনি হেফাজত ইসলামের হামলায় সালথা উপজেলা ও থানা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, মাহাবুবুল আলম জিন্না, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দিপক মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক এমএ ইসহাক, সদস্য ও কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ সাব্বির হোসেন, জেলা যুবলীগের পক্ষে সৈয়দ মুয়ীদ হাসান, রফিকুর রহমান, সৈয়দ ইমরান হোসেন, দেবাশীষ নয়ন প্রমুখ, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সভাপতি খোকন এবং সাধারণ সম্পাদক মাসুদ সহ আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ।
পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর এবং উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাতপূর্বক সহানুভূতি এবং সহমর্মিতা জানানো হয়।
পরিদর্শন শেষে সালথা থানায় অবস্থানরত অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনাপূর্বক পরামর্শ করা হয়। তারা উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং একইসাথে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
(ডিসি/এসপি/এপ্রিল ০৭, ২০২১)