ফরিদপুর ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তার আত্মহত্যা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ ওহাব শেখ (৫৬) আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত্রী ৩.৩০ মিনিটের দিকে আলীপুরস্থ বাড়িতে কান্নাকাটির চিৎকারে এলাকার মানুষের ঘুম ভেঙ্গে যায়। অনেকে দৌড়ে গিয়ে দেখেন বাড়ির অভ্যন্তরে রুমের ভিতরে দরজা বন্ধ করে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন ওহাব শেখ। রাতে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তার গ্রামের বাড়ী আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে। তার পিতা মরহুম হামিদ শেখ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন মৃত্যু কালে দুই ছেলে তিন ভাই স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ঐ রাতে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে বাকবিটন্ডা হয়েছিল বলে জানা যায়। বাদ আছর গ্রামের বাড়ী জানাযা শেষে তার দাফন কাফন সম্পূর্ণ হবে।
(ডিসি/এসপি/এপ্রিল ০৭, ২০২১)