ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে এক পরিবারকে হামলা ও হত্যার হুমকি
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা কৈজুরী ইউনিয়নের আলালপুর এলাকার একটি পরিবারকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা করা হয়েছে। সেইসাথে পরিবারটির কয়েক সদস্যকে সংলগ্ন এলাকার দেওরা গ্রামের নাসির মিয়া গং হত্যার হুমকি সহ নানা ভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেছে।
অভিযোগ লিপিতে বলা হয় নাসির মিয়া ও শিউলি আক্তার সহ ৪/৫জন সন্ত্রাসী গত ১৪ই মার্চ বাড়ির ভিতরে এসে হামলা চালায়, বাড়ির আসবাবপত্র ভাংচুর ও বাড়ীর লোকদের মারধোর করে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এ সময় তারা হুমকি দেয় যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে তোদের মেরে ফেলা হবে। এর আগেও এই নাসির গং আমাদেরকে নানা ভাবে ফাসানোর হুমকি দিয়েছিলো
এ বিষয়ে মোঃ রাতুল মিয়া জানান, আমার বৃদ্ধ ঘরে পরা পিতা মোঃমজিবর রহমানের একটি ব্যাংক হিসাবের চেক বই তারা চুরি করে নিয়ে গেছে। আমাদের আশংকা তা দিয়েও ষড়যন্ত্র হতে পারে।
অভিযোগের বিষয়ে নাসির মিয়া গংদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
(ডিসি/এসপি/মার্চ ২২, ২০২১)