ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেটে ঢাকা জেলা দলের শুভ সূচনা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে ঢাকা জেলা দল।
শনিবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে তারা গোপালগঞ্জ জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করে। নির্ধারিত ৫০ ওভারে খেলা প্রথমে ব্যাট করতে নেমে গোপালগঞ্জ জেলা দল ২২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইফ ৫৯ ও দীপ্ত ৫৬ রান করেন । ঢাকা জেলার পক্ষে আলামিন ৩ উইকেট লাভ করেন। জবাবে ঢাকা জেলা দল ৭ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিদ্দিক ৬৫ আবিদ ৫২ রান করে। গোপালগঞ্জ দলের পক্ষে শ্রাবন ৩ উইকেট লাভ করে।
প্রতিযোগিতায় আজ একই স্টেডিয়ামে মুন্সিগঞ্জ জেলা দল খেলবে নারায়ণগঞ্জ জেলা দলের বিপক্ষে। সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/মার্চ ২০, ২০২১)