বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের নামে কৃষক হত্যা মামলা
কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক আকমল শেখ নিহত হওয়ার ঘটনায় আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের ছেলে ইব্রাহিম শেখ বাদি হয়ে এ মামলা করেন।
জানা যায়, গত ১৭ মার্চ রাতে উপজেলার চতুল ইউনিয়েনের পোয়াইলে কৃষক আকমল শেখ দুর্বৃত্তের হাতে নিহত হন। এ ঘটনায় চতুল ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, আ'লীগ নেতা জামাল মাতুব্বর, সবুজ মাতুব্বর, নুরু মাতুব্বর, সাহিদুল মাতুব্বরসহ ১৭ জনের নাম উল্লেখকরে ও বেশ কয়েকজনকে অজ্ঞতনামা আসামী করে ১৪৩/৩৪১/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় বোয়ালমারী থানায় মামলা করা হয়।
চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষের লোকেরা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ঘটনার দিন নিহতের স্ত্রী সাংবাদিকদের কাছে বলেছিল কে বা কারা খুন করেছে জানি না। কিন্তু এখন রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ’বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। আমরা তদন্ত করে দেখব যাদের নাম দিয়েছে তারা এ ঘটনার সাথে প্রকৃত জড়িত কি-না। ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হব।
উল্লেখ, গ্রামটির আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে জামাল মাতুব্বর ও হাসমত মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন। বিরোধে জেরে প্রতিপক্ষের হাতে নিহত হয় আকমল শেখ ওই দিন বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে হাসমত মাতুব্বরের লোকজন নৈশভোজ ও সাউন্ডবক্স বাজিয়ে গান বাজনার আয়োজন করে। নিহত আকমল শেখ নৈশভোজ শেষে বাড়ির পাশে দোকানে সিগারেট কিনে ফেরারপথে প্রতিপক্ষের আক্রমণের শিকার হয়।
প্রতিপক্ষের লোকজন পথমধ্যে তাকে ধারালো অস্ত্রে দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে যায়। তাকে উদ্ধারকরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
(কেএফ/এসপি/মার্চ ২০, ২০২১)