দিলীপ চন্দ, ফরিদপুর : অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার লক্ষ নিয়ে আগামীকাল গোপালগঞ্জ উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করছে ফরিদপুর জেলা দল।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে এক টিম ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে খেলোয়ারদের হাতে জেলা দলের জার্সি তুলে দেয়া হয়। একই সাথে জেলা দলের পক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়রা নিজেদের শতভাগ উজাড় করে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর দল প্রতিযোগিতার প্রথম ম্যাচে ২১ তারিখে রাজবাড়ী জেলা দলের, ২৪ তারিখে শরীয়তপুর জেলা দলের এবং ২৭ তারিখে মাদারীপুর জেলা দলের মোকাবেলা করবে।

(ডিসি/এসপি/মার্চ ১৯, ২০২১)