ফরিদপুরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অনুষ্ঠান সম্পন্ন
দিলীপ চন্দ, ফরিদপুর : মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সকল জেলায় জাতির পিতার প্রতি নিবেদিত আবৃতি অনুষ্ঠানে অংশ হিসেবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে স্বাধীনতা চত্বরে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী আমিরুল ইসলাম রুমি, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, ডক্টর বিপ্লব বালা, ডঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, শওকত আলী জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি সংসদের সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেহেদি হাসান শোয়েব। এতে প্রায় ৫০ জন আবৃত্তিকার স্বরচিত কবিতা পাঠ করেন
(ডিসি/এসপি/মার্চ ১৯, ২০২১)