কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে প্রথম বারের মতো ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বাংলাদেশ পুলিশের পৃষ্টপোষকতায় কেন্দুয়া থানা পুলিশের আয়োজনে প্রথম বারের মতো ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করে। এছাড়া বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় আনন্দ উদযাপন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, ম্যারাথন প্রতিযোগীতায় অংশগ্রহণ ও বেলা আড়াইটায় ঝংকার শিল্পীগোষ্টি পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।
পরে আলোচনা সভায় ওসি কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম। যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করায় কেন্দুয়া থানা পুলিশের প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুধিজন।
(এসবি/এসপি/মার্চ ০৭, ২০২১)