৭ই মার্চ উপলক্ষে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আলোচনা সভা
ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন।
রবিবার সকাল সাড়ে ৯টায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন এর নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুবর্ণচর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সুবর্ণচর উপজেলা সহকারি শিক্ষা অফিসার আজিজুর রহমানের সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামি লীগ সভাপতি খায়রুল আনম চৌধূরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শায়লা সুলতানা ঝুমা, চরজব্বার থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, চরজব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধূরী বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, জেলা আওয়ামি লীগ নেতা ডাক্তার আব্দুর রব, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। এছাড়া, ৭ই মার্চ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সরকারি দপ্তরসমূহ নানা কর্মসূচীর আয়োজন করে।
(এস/এসপি/মার্চ ০৭, ২০২১)