জামায়াতের বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি : বিচারপতিদের অভিশংসন আইন সংসদের হাতে দেয়াকে গণবিরোধী আইন আখ্যা দিয়ে এর প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রাম শহর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াত আমীর আব্দুস-সবুর খানের নেতৃত্বে চামড়ার গোলাস্থ জামায়াত অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শররের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পশু হাসপাতাল মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহর জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, শহর অফিস সেক্রেটারি শফিকুল হক, শহর জামায়াত বায়তুলমাল সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ আরো অনেকে।
(ওএস/এটিআর/আগস্ট ২৬, ২০১৪)