ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত শাহিদা বেগম ও তার স্বামী ফারুক কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা ও ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন, পরিদর্শক বিমল কুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক, মতিয়ার রহমান খান ও সুমন চন্দ্র দাস এর নেতৃত্বে একদল চৌকস বাহিনী লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে শাহিদা বেগমের ঘর থেকে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান শাহিদাকে দুই বছরের সাজা প্রদান করেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন জানান, দীর্ঘদিন ধরে শাহিদা শহরের লক্ষ্মীপুর রেল লাইন সংলগ্ন বস্তিতে মাদক ব্যবসা করে আসছিলো। ইতিপুর্বেও মাদক নিয়ে শাহিদা গ্রেপ্তার হয়ে সাজা ভোগ করেছে। জেল থেকে বের হয়ে সে আবার পুর্বের ন্যায় মাদক ব্যবসা শুরু করে। শাহিদা ফরিদপুরে মাদক সমাজ্ঞী হিসেবে পরিচিত।


সে লক্ষ্মীপুরের এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা যায়।


(আরআইআর/এএস/আগস্ট ২৫, ২০১৪)