রৌমারীর ২ ইউনিয়ন উপনির্বাচন সম্পন্ন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীর যাদুরচর ইউনিয়নের উপনির্বাচনে সরবেশ আলী ৬৯ ভোটে বিজয়ী হয়েছেন (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মতিউর রহমান মতি (কাপপিরিচ)। ২২ হাজার ৩৩১ ভোটের মধ্যে প্রদানকৃত সংখ্যা ১৫ হাজার ৭৯৯।
এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৭৯। বিজয়ী প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৪০৬ ও নিকটতম পেয়েছেন ৪ হাজার ৩৩৭ ভোট। অপরদিকে শৌলমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে হোসনে আরা (মোরগ) ৯৭ ভোটে পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন কমিফল উদ্দিন (টিউবয়েল)। ওই ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ছিল ২ হাজার ৪৭ ভোট ।
(আরইএস/এটিআর/আগস্ট ২৪, ২০১৪)