ফরিদপুরে ইয়াবাসহ আটক দুই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের লক্ষীপুর ও গোয়ালচামট এলাকায় পৃথক অভিযান চালিয়ে র্যাব-৮ সদস্যরা ৮শ ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
র্যাব-৮ সূত্র জানায়, রবিবার শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি বিহারী কলোনীর সামনে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন আলম নামের এক মাদক ব্যবসায়িকে আটক করে। সে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। র্যাবের অপর একটি দল শহরের ২নং কুঠিবাড়ী লক্ষিপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মনোয়ার হোসেন মনাকে আটক করে। তার কাছ থেকে ৫শ ১০ পিস ইয়াবা আটক করা হয়। গোপন সংবাদের ভিক্তিতে মনাকে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে মনা জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ফরিদপুরের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
(আরআইআর/এএস/আগস্ট ২৪, ২০১৪)