সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২১ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে প্রস্তুতি সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে বৃহস্পতিবার বাদ মাগরিফ খাগড় গ্রামের চকমেল মোল্যার বাড়িতে এ মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইনছুর মাতুব্বারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, তথ্য বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, সদর থানার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়ন জাকের পার্টির সাধারন সম্পাদক সামচেল মোল্যা, উপজেলা ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার প্রমূখ।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের আদর্শের পার্টি। জাকের পার্টি মানুষের শান্তির পার্টি। তাই এলাকার সংঘর্ষ- মারামারী বর্জন করে জাকের পার্টির পতাকাতলে থাকতে হবে। সামনে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের বিশ্ব উরস শরীফ। এই উরস শরীফে সবাইকে খেদমত করার আহব্বান জানাচ্ছি।

(এন/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২১)