আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : আসন্ন ১৪ই ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকারের পক্ষে ভোট চাইলেন মাননীয় সংসদীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বুধবার বিকালে নগরকান্দা পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড আওতাধীন গাং জগদি গ্রামের ভীম রঞ্জন সাহার বাড়িতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে নৌকার জয়ের লক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলেই পৌর এলাকা অনেক উন্নয়ন হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা স্বাধীনতার পক্ষের প্রতিক। নৌকা সাধারন মানুষের প্রতিক। আমি আশা করি নৌকার বিজয় সুনিশ্চিত।

(এন/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২১)