ফরিদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থেকে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এ সময় ৩৭৫ গ্রাম গাঁজ, নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফরিদপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মধুখালীর কুরানিয়ার চর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরমান শেখ (৩০) কে গ্রেফতার করে।
আরমান শেখ কুরানিয়ার চরের রাজু শেখের ছেলে।
উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২১)