সালথায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সাথায় ভূমিদস্যু জিয়া হাসান খান কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইমারত হোসেন ( পিকুল) মোল্লা,মোঃ মোশারফ তালুকদার, মোঃ রেজাউল তালুকদার ও মোঃ আবুল কালাম এর পরিবার।
সংবাদ সম্মেলনে জিয়া হাসান খান নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু ও অন্যের সম্পত্তি লোভি দাবি করে থানায় ভুক্তভোগীদের নামে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার দুপুরে সালথায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে সালথা উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ইমারত হোসেন (পিকুল) মোল্লা বলেন, জিয়া খান, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তিনি গত ৩১ জানুয়ারি রাত বারোটার সময় সালথা থানায় আমাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও জোরপূর্বক টাকাপয়সা নেয়া, এবং মারধরের কথা উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন, তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক আমরা এ ঘটনার সাথে কোনভাবেই যুক্ত না। আমাদের কে হয়রানি করার জন্য তিনি এই নাটক সাজিয়েছেন। তার সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে আমাদের বিরোধ চলছে, আমরা মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক প্রচারণা ও থানায় অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় প্রতারণা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের থেকে মুক্তি পেতে, ভুক্তভোগীরা শাহদাব আকবর লাবু চৌধুরী এবং ফরিদপুরের পুলিশ সুপার, সার্কেল, এসপি ও সালথা থানার অফিসার ইনচার্জ এর প্রতি ষড়যন্ত্রকারী জিয়া খান এর অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার অনুরোধ জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, এনায়েত মোল্যা, মোশারফ তালুকদার, রেজাউল তালুকদার প্রমূখ।
(এন/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২১)