দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন (৬১) গুরুত্বর অসুস্থ। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসকের নিবির পর্যবেক্ষণে রয়েছে। পরিবারের পক্ষ থেকে সুস্থ্যতা সকলের কাছে আর্শিবাদ ও দোয়া কামনা করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি তিনি ঠান্ডা জনিত রোখে আক্রান্ত হলে প্রথমে তাকে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয় সেখানে অবস্থার পরিবর্তন না হওয়ায় তার পরিবার ৩১ জানুয়ারি একটি প্রাইভেট হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করে। ২০১৫ সালে ফরিদপুরে গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করলে তার উপর সন্ত্রাসী হামলা হয়। তখন তিনি চরকমলাপুর এলাকায় বাস করতেন।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)