ফরিদপুরে প্রতিটি ইউনিয়নে থাকবে করোনা ভ্যাকসিন টিম
ফরিদপুর প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে ফরিদপুরে ৬ হাজার ভায়াল ভ্যাকসিন পৌছেছে। এ ভ্যাকসিন প্রদানে প্রতিটি ইউনিয়নে একটি টিম কাজ করবে বলে জানিয়েছেন জেলা করোনা প্রতিরোধে কমিটি ও জেলা কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কমিটি।
এ বিষয়ে রবিবার (৩১ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভ্যাকসিন। ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে। এছাড়া সভায় জানানো হয়, ইতিমধ্যে জেলায় ৬ হাজার ভায়াল ভ্যাকসিন পৌছেছে। প্রতিটি ভ্যাকসিনে ১০ টি ডোজ রয়েছে। প্রাপ্ত ভ্যাকসিন ৬০ হাজার মানুষকে দেয়া যাবে।
সভায় আরো জানানো হয়, নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রদানের জন্য টিম কাজ করবে।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)