হবিগঞ্জ জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মুন্না আটক
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের ২নং পুল বাইপাস এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ আন্তঃ জেলা মোটরসাইকেল চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আল-আমিনের নির্দেশনায় এসআই রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সিলেট জেলার জকিগঞ্জ থানার মৌলভীচক গ্রামের ফজলুর রহমানের পুত্র মাহবুব সোবহান মুন্না (২২) ও তার কয়েকজন সহযোগীর নেতৃত্বে দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, গাড়ী ও দামী আসবাবপত্র এবং স্বর্ণালংকার চুরি-ছিনতাইয়ের মাধ্যমে বিক্রি করে আসছিল।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে মাহবুব সোবহান মুন্না জানায়, বন্ধুদের সহযোগীতায় ইয়ামাহা ব্রান্ডের ৩ লাখ টাকা মুল্যের একটি মোটরসাইকেল সে নায়রায়ণগঞ্জ থেকে চুরি করে হবিগঞ্জ নিয়ে আসে। পরে হবিগঞ্জে বিক্রির সুযোগ না পেয়ে নিজেই ব্যবহার করে আসছিলো সে। বিষয়টি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নজরে আসলে ওই দিন অভিযান চালিয়ে তাকে চোরাইকৃত মোটরসাইকেলসহ হাতে-নাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৪টি মাষ্টার চাবি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই রকিবুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আটককৃত মাহবুব সোবহান মুন্না শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার জনৈক বাবুল মিয়ার কন্যা শান্তা আক্তারকে বিয়ের সুবাদে অনায়াসে নানা অপকর্ম করে আসছিলো।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আল-আমিন জানান, মামলা দায়েরের পর মাহবুব সোবহান মুন্নাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(টিএইচ/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)