গোবিন্দগঞ্জে ডোবা থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার কচুরি পানার নিচ থেকে সোমবার বিকেলে হামিদুল ইসলাম (৩৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় সিংজানি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
নিহত হামিদুলের পরিবার সূত্রে জানা গেছে, হামিদুল প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। এরপর রাতে সে বাড়িতে ফিরে না আসায় সোমবার সকাল থেকে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করে। বিকেল ৩টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের মিয়াপাড়া বাঁধের পশ্চিম পাশের একটি ডোবায় কচুরি পানার নীচে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। বিষয়টি জানাজানি হলে হামিদুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি হামিদুলের বলে সনাক্ত করে। পরে পুলিশ সেখানে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হামিদুলের কপালের ওপরের দিকে বাম পাশে জখমের চিহ্ন রয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
(এসআরডি/এসপি/জানুয়ারি ২৫, ২০২১)