দৌলতদিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারের সামনে শনিবার সন্ধ্যার মাস্টার টেলিকম আরিফের বাড়িতে ভাড়া থাকা দৌলতদিয়া গ্রামীণ ব্যাংক শাখা কর্মকর্তা মিল্টনের স্ত্রী কলি বেগম (২৫) গলায় ফাঁস দিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। আরেক ভাটিয়া গৃহবধূ তার ঘরের চাবি আনতে গিয়ে দেখতে পান কলি বেগম (২৫) ফ্যানে রশি দিয়ে কলির নিথর দেহ ঝুলছে।
কিন্তু এই এলাকায় এ আত্মহত্যা নিয়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অনেকে ধারণা করছেন এটা রহস্যজনক মৃত্যু । শনিবার আনুমানিক রাত ৮.৩০ মিনিটে স্বামী মিল্টন বাইরে থেকে এসে দেখতে পান তার স্ত্রী কলি ফ্যানে রশি লাগিয়ে ঝুলে আছে।
মিল্টনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে পারেন না কান্নায় তখন ভেঙে পড়েছিলেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে লাশটি ময়না তদন্তের জন্য ব্যবস্থা করছেন।
(এইচ/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)