‘আধুনিক শহর গড়তে নৌকা মার্কায় ভোট দিন’
নবীগঞ্জ প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী গণসংযোগ শুরু করেছেন। পাঁশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনায় মতবিনিময়সহ দলীয় বিভিন্ন সভা চলছে সমান তালে। আ’লীগের এ প্রার্থী প্রতীক বরাদ্দের পর থেকেই শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান-পাট, সড়ক ও বাসা বাড়ীতে পাঁয়ে হেঁটে হেঁটে গণসংযোগ চালান। এ সময় মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা, ভালবাসা জানান, কেউবা দোয়া-আর্শীবাদ করেন।
গত শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের মধ্য বাজার, শেরপুর রোড, ওসমানী রোড, মাছ বাজারসহ পৌর এলাকার বিভিন্নস্থানে দলীয় নেতাকর্মী নিয়ে গন সংযোগ ও প্রচারণা করেন আওয়ামীলীগের প্রার্থী রাহেল চৌধুরী।
এ সময় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী আধুনিক শহর গড়তে তাঁকে বিজয়ী করে পৌরসভার উন্নয়নে কাজ করার জন্য আহবান জানান এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ ও প্রচারণায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
(এম/এসপি/জানুয়ারি ০২, ২০২১)