লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় হামলার স্বীকার হয়েছেন পাওনাদার হারুনর রশিদ। গুরুত্বর আহতবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন। ঘটনাটি গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মিয়ার বেড়ি বাজারে সংগঠিত হয়। আহত হারুনর রশিদ স্থানীয় বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় হারুনর রশিদ বাদী হয়ে মাটি ব্যবসায়ী রিয়াজ ও তারেককে বিবাদী করে সদর থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গতবছর ডিসেম্বর মাসে নগদ টাকার প্রয়োজন হওয়ায় হারুনর রশিদ তার ৫গন্ডা ফসলী জমির মাটি ৩ লক্ষ টাকায় স্থানীয় মাটির ব্যবসায়ী রিয়াজের নিকট বিক্রি করেন। রিয়াজ অগ্রিম ৪০ হাজার টাকা দিয়ে মাটি নিয়ে গেলেও বাকী টাকা দিতে টালবাহানা করে, এভাবে এক বছর পার হয়ে যায়। গতকাল সন্ধ্যায় মিয়ার বেড়ির আবদুল মালেক চা দোকানে হারুনর রশিদ তার পাওনা টাকা চাইলে রিয়াজ ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে।

এসময় রিয়াজের বন্ধু তারেক লাঠিশোঠা নিয়ে এসে এলোপাতাড়ি হামলা করে হারুনর রশিদকে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। হারুনর রশিদ থানায় অভিযোগ করায় আরো ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেয় রিয়াজ। বর্তমানে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পাওনাদার।

(এস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)