বদরগঞ্জে ২২ বছর পর নতুন মেয়র টুটুল
মানিক সরকার মানিক, রংপুর : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৯৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী অধ্যাপক আজিজুল হক পেয়েছেন ৪৪৭৮ ভোট। বিএনপির প্রার্থী ফিরোজ শাহ ২৯৮ এবং ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ৩০২ ভোট পেয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় এ ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।
এর আগে সকাল ৮টা থেকে নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
দীর্ঘ ২২ বছর পর এই পৌরসভায় এবার নতুন একজন মেয়র হিসেবে নির্বাচিত হলেন।
নির্বাচনে চারজন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
(এম/এসপি/ডিসেম্বর ২৮, ২০২০)