রংপুুরে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে ধান থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম মিজানুর রহমান মিজান, বাড়ি নগরীর মধ্য বাবুখাঁ এলাকায় এবং স্থানীয় লালবাগ হাটের এক সুপারী ব্যবসায়ী তিনি।
বুধবার সকালে নগরীর ধান গবেষণা ইন্সটিটিউট এর পেছনের দোলাপাড়া নামক স্থান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ধান ক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ লাশ উদ্ধার করলে স্থানীয়রা তার নাম পরিচয় জানতে পারে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাজহাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি পেশায় একজন সুপারি ব্যবসায়ী এবং লালবাগহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
এদিকে এক্ই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান ঘটনাস্থল পরিদর্শণ শেষে লাশের পরিচয় শনাক্তের পর জানান, আর্থিক লেনদেন নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তার ধারণা।
তিনি জানান, প্রাথমিক তদন্ত চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
(এম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২০)