সালথায় গৃহনির্মাণ পরিদর্শন করেন উপনেতার এপিএস ও উপজেলা চেয়ারম্যান
সালথা প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীনদের মাঝে বরাদ্দকৃত গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
আজ রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এ কাজের পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সালথা উপজেলায় ৩৫ টি ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দবস্তসহ গৃহনির্মাণ করে দেওয়া হচ্ছে।
(ওএস/এসপি/ডিসেম্বর ২০, ২০২০)