সাভারে আ. লীগের মনোনয়ন পেয়েছেন হাজি আব্দুল গনি
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো এবার সাভারে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ওয়ার্ডের সব কেন্দ্রে হবে একই পদ্ধতির ভোট। মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ২০৮ জন। মহিলা ভোটার ৯৭ হাজার ৬৫ জন।
নির্বাচনে দলীয় মনোনয়ন নামের সোনার হরিণের আশায় আওয়ামী লীগে ছয়জন ও বিএনপিতে চারজন কেন্দ্রে দৌঁড়ঝাপ করেন। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি।
মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুজ্জামান খান, ঢাকা জেলা কৃষক লীগের সদস্য গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য ৬০ টি পৌরসভার ন্যায় সাভারের মেয়র প্রার্থী হাজি আব্দুল গনিকে চূড়ান্ত করা হয়।
এদিকে মনোনয়ন বঞ্চিত অনেকে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। এনিয়ে দলের ভেতরে কানাঘুঁষা চলছে। যদিও সবকটি কেন্দ্র এবং ওয়ার্ডে আওয়ামী লীগ শক্তভাবে প্রচার কমিটি ও এজেন্ট নিশ্চিত করার জন্য আঠঘাঁট বেঁধে নেমেছে। তবে নেতাকর্মীরা আন্তরিকভাবে একজোট হয়ে মাঠে না থাকলে গনেশ উল্টে যাওয়ার অশনি সংকেত রয়েছে বরে জানা গেছে।
এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ভূমিকা গুরুত্বপূর্ন হবে বলে বিবেচনা করা হচ্ছে।
সেইসঙ্গে মনোনয়ন বঞ্চিত, অন্যতম মনোনয়ন প্রত্যাশী মানিক মোল্যা সরাসরি মাঠে থেকে দলীয় প্রার্থীর পক্ষে সরব হতে হবে। যদিও গনির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর মানিক মোল্যা তার ২ নম্বর ওয়ার্ড নিয়ে কি ভাবছেন তা জানতে ২০ ডিসেম্বর রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
(টিজি/এসপি/ডিসেম্বর ১৯, ২০২০)