বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী স্মৃতি সর্টপিস নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী।
মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা শারমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা থানা ওসি তদন্ত সুব্রত গোলদার, সালথা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান ফকির, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইশারত হোসেন প্রমূখ।
৬টি দলের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়, খেলা পরিচালনা করেন মাসুদ রানা ও গৌতম ভোমিক। খেলা শেষে চ্যাম্পিয়ন দল সুপার ফাইটার এর মাঝে ২১" এলএইডি মনিটর এবং রানারস আপ দলকে ১ হাজার টাকা প্রদান করা হয়।
(এন/এসপি/ডিসেম্বর ১৮, ২০২০)