মহান বিজয় দিবসে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে আনন্দ র্যালি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ১৬ই ডিসেম্বার মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে আনন্দ র্যালী বের করা হয় । উপজেলা যুবলীগের সহসভাপতি খোন্দকার সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা রোমানুজ্জামান রোমান ও কাইয়ুম মোল্যার নেতৃত্বে আনন্দ র্যালিটি যদুনন্দী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, গাজী কামরুল ইসলাম, মহসিন মোল্যা, নজরুল মোল্যা, ইলিয়াছ মোল্যা, লিবু মোল্যা প্রমূখ।
আনন্দ র্যালী শেষে বাদ মাগরিফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
(এন/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)