সালথা (ফরিদপুর) প্রতিনিধি : আজ ১৬ই ডিসেম্বার বুধবার ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যেদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

এ দিবস উপলক্ষে সকাল ৯টায় উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা অফিসার্স ক্লাব, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা প্রাথমিক, শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা কনজুমার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সহ সরকারী বে-সরকারী বিভিন্ন সংগঠন সমূহ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা হীরামনি, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান প্রমূখ।

(এন/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)