কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংবাদিক বেনী মাধব ঘোষ, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ।
সভায় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
(ডিডি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)