সালথায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মুক্তযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ প্রখুখ।
(এন/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)